ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

হোয়াইট হাউসে বাসা বেঁধেছে করোনা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ৮ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রান্তের পর হোয়াইট হাউসে বাসা বেঁধেছে করোনা। এখন পর্যন্ত ৩৪ জন সংক্রমিতের খবর মিলেছে আন্তর্জাতিক সংমাধ্যমগুলোর খবরে। এদিকে বিশ্বে করোনায় প্রাণহানি ১০ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত বেড়ে ৩ কোটি ৬৩ লাখ ছাড়িয়েছে।

হোয়াইট হাউসের কর্মকর্তা-কর্মচারীর করোনা পজিটিভ হওয়ার সংখ্যা বাড়ছে। এরইমধ্যে ওভাল অফিসের জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান মার্ক মিলিসহ পেন্টাগনের শীর্ষ জেনারেলরা কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনা পজিটিভ কোস্টগার্ড কর্মকর্তা অ্যাডাম চার্লস রে’র সংস্পর্শে এসেছিলেন তারা। 

আক্রান্ত হয়েছেন রিপাবলিকান সিনেটররাও। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অনুষ্ঠানে উপস্থিত অনেকেরই করোনা শনাক্ত হয়েছে। এদিকে আগামী কয়েকদিন কাজের কোনো সূচি নেই ট্রাম্পের। 

এছাড়া বিশ্বে ইউরোপের দেশগুলোতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতালি, ফ্রান্স, বেলজিয়ামে নতুন করে সংক্রমণ মারাত্মক রূপ নিচ্ছে। এ অবস্থায় করোনা মোকাবেলায় বিধি নিষেধ কঠোর করার মাত্রাও বাড়াচ্ছে এসব দেশ।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি